Call

কতই না কল্যাণময় তিনি যিনি আসমানে নক্ষত্ররাজির সমাবেশ ঘটিয়েছেন আর তাতে স্থাপন করেছেন প্রদীপ আর আলো বিকিরণকারী চন্দ্র। (আল ফুরক্বানঃ ৬১) এখানে আল্লাহ তাআলা কিছু ক্ষমতার কথা বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলা নভোমণ্ডলের নক্ষত্ররাজি সৃষ্টি করেছেন। এখানে নক্ষত্ররাজি দ্বারা উদ্দেশ্য হল বড় বড় তারকারাজি। আল্লাহ তাআলা বলেন: আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করেছি প্রদীপমালা 'তারকারাজি' দ্বারা। (সূরা মূলকঃ ৫) আল্লাহ তাআলা আরো বলেন: আমি আকাশে গ্রহ-নক্ষত্র সৃষ্টি করেছি এবং তা সুশোভিত করেছি দর্শকদের জন্য। (সূরা হিজরঃ ১৫:১৬) আর তাতে স্থাপন করেছেন প্রদীপময় সূর্য ও জ্যোতিময় চন্দ্র। যেমন আল্লাহ তাআলা বলেন: তোমরা কি লক্ষ্য করনি, আল্লাহ তাআলা কিভাবে সাত আসমানকে স্তরে স্তরে সৃষ্টি করেছেন? এবং সেখানে চাঁদকে আলো ও সূর্যকে প্রদীপরূপে স্থাপন করেছেন? (সূরা নূহঃ ১৫-১৬) আয়াতের অর্থ এটাই বুঝায়, আল্লাহ তাআলা আসমানে নক্ষত্ররাজি সৃষ্টি করেছেন। এছাড়া তাতে স্থাপন করেছেন প্রদীপময় সূর্য ও জ্যোতিময় চন্দ্র। যেমন সূরা নূহে পরিষ্কার করে বলা হয়েছেঃ আর সূর্যকে প্রদীপ বানিয়েছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ