শেয়ার করুন বন্ধুর সাথে
Call

(রঃ)=রাদি-আল্লাহু-তায়ালা/রাদি-আল্লাহু-তায়ালা-আনহু....। >>সাধারণত মহানবি (সঃ) এর সাহবি দের শেষে ব্যবহৃত হয়। (স:)=সাল্লল্লাহু-আলাইহি-ওয়া-সাল্লাম। >>শুধু মাত্র মহানবি (সঃ) এর নামের শেষে দুরুদ পড়ার জন্য বলতে হয়।এটা না বললে গুনাহ্ হয়। (আঃ)=আলাইহিস-সাল্লাম। >>হযরত আদম (আঃ) এর পর থেকে হযরত ঈসা (আঃ) পর্যন্ত সব মানুষের নামের শেষে ব্যবহৃত হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

(সাঃ) সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এর অর্থঃ — তাঁর ওপর রহমত ও শান্তি বর্ষিত হোক। হযরত মুহাম্মদ (সাঃ) এর নামের পর ব্যবহৃত হয়।


(আঃ) আলাইহিস সালাম। এর অর্থঃ — তাঁর উপর শান্তি বর্ষিত হোক। ফেরেশতা বা নবী রাসুলদের  নামের পর ব্যবহৃত হয়।


(রাঃ) রাদিয়াল্লাহু তায়ালা আনহু। এর অর্থঃ — আল্লাহ তাঁর প্রতি সন্তুষ্ট থাকুক বা তাঁকে রহমতের অন্তর্ভূক্ত করুক। সাহাবীদের নামের পর ব্যবহৃত হয়। মহিলাদের নামের পর আনহা।


(রহঃ) রহমাতুল্লাহ আলাইহে। এর অর্থঃ — তাঁর উপর আল্লাহর রহমত বা দয়া বর্ষিত হোক। তাবেঈদের নামের পর ব্যবহৃত হয়। যারা হযরত মুহাম্মদ (সাঃ) এর সাক্ষাত লাভ করতে পারেনি।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ