B.বাংলাদেশ P.প্রাইজ 

Talk Doctor Online in Bissoy App
Shawn

Call

→bp মানে ব্রিটিশ ফার্মাকোপিয়া।ইংল্যান্ডের ঔষুধ  বিষয়ক দপ্তর হতে বাৎসরিক ভাবে প্রকাশিত মান নিয়ন্ত্রন বিষয়ক পত্রিকা।এটতে ব্যাক্তিগত ও কোম্পানিগতভাবে প্রকাশিত বিভিন্ন ঔষুধের মান,উন্নয়ন পরীক্ষন,উৎপাদনের সর্বশেষ  তথ্য ও উপাত্ত প্রকাশ করা হয়।


 ঔষুধ রাসায়নিক উপাদান দ্বারা তৈরি। ঐ রাসায়নিক উপাদান ঔষুধে কত টুকু অাছে তার পরিমাণ বা মাত্রাকে Bp দ্বারা প্রকাশ করা হয়।  

যেমন:ওমোপ্রাজল bp ২০mg ।মানে প্রতিটা ট্যাবলেটে ২০ গ্রাম রাসায়নিক উপাদন অর্থ্যাৎ ওমোপ্রাজল অাছে।


সহজ কথায়, bp=20mg, ওমোপ্রাজল 


অাশাকরি অাপনাকে বুজাতে পেরেছি

Talk Doctor Online in Bissoy App

বিপি এর পূর্ন অর্থ হচ্ছে ব্রিটিশ ফার্মাকোপিয় । এটি একটি ইংল্যান্ড ঔষধ বিষয়ক দপ্তর । এখান থেকে কোন কোম্পানির ঔষধ আবিষ্কারের পর তা পরীক্ষা করে সব ঠিক থাকা সাপেক্ষ অনুমোদন প্রদান করলে তখন তা বাজারে ছাড়ার যোগ্য হয় । আর এটারই স্বীকৃতি প্রকাশ করতে ঔষধ কোম্পানি গুলো তাদের ঔষধের প্যাকেটের গায়ে বিপি লিখে প্যাকেট তৈরি করে । 

এরকম আরো একটি প্রতিষ্ঠান ইউএসপি ।

আরো বিস্তারিত জানতে আপনি উইকিপিডিয়ার এর লিংকটি ক্লিক করুন : বিপি

Talk Doctor Online in Bissoy App