Call

বিন এর পর যে হবে ছেলে তার হবে। যেমন মুহাম্মদ বিন আবদুল্লাহ (صَلَّی اللّٰہُ تَعَالٰی عَلَیْهِ وَاٰلِہٖ وَسَلَّم) যার অর্থ আবদুল্লাহর ছেলে মুহাম্মদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ইবনে এবং বিন শব্দ দুইটি আরবি। ইবনে এবং বিন এই দুইটি শব্দ এক-ই অর্থ বহন করে। এর অর্থ ছেলে। আবদুল্লাহ বিন তাহমিদ এর অর্থ হবে তাহমিদের ছেলে আবদুল্লাহ। উদাহরণঃ উমার ইবনে খাত্তাব, খাত্তাবের ছেলে উমার। আলী ইবনে আবু তালিব, আবু তালিবের ছেলে আলী (রাঃ) অথবা, আবু আল-কাশিম মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুত্তালিব ইবনে হাশিম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আরবিতে بن বা ابن শব্দের পূর্বের অংশটি ব্যক্তির মূল নাম বুঝায়। আর এর পরের অংশটি তার পিতার নাম বুঝায়। যেহেতু আব্দুল্লাহ বিন তাহমিদ নামটিতে আব্দুললাহ بن পদটির পূর্বে তাই আব্দুল্লাহ হলো ব্যক্তিটির নাম। আর তাহমিদ হলো তার বাবার নাম। আরবি নাম অভিধানে আব্দুল্লাহ عبد الله অর্থ আল্লাহর বান্দা। আর তাহমিদ تحميد শব্দটির অর্থ حمّاد তথা অধিক প্রসংসাকারী। তাই এর অর্থ দাঁড়ায় তাহমিদের পুত্র আব্দুল্লাহ তথা অধিক প্রসংশাকারীর পুত্র আল্লাহর বান্দা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ