'আমার নাও,আমার ছাইয়া;আমিই থাকি বাইরে বইয়া' প্রবাদটি দ্বারা খাল কেটে কুমির আনার মত দশাকে বোঝায়।এর অর্থ হচ্ছে মালিককে ছাড়াই সব কিছু করা বা কোন জিনিসের সুবিধা ভোগ করা।নিজের বস্তুতে অন্যের অধিকারকে বোঝাতেই এই প্রবাদটি ব্যবহৃত হয়।নিজের ঘরেই পরের মত থাকাও এরমাধ্যমে প্রকাশ পায়।তাছাড়াও এটার মাধ্যমে নিজের খাদ্য থাকতেও নিজে ভোগ করতে পারছি না কিন্তু অন্যজন সেটা পেট পুরে খাচ্ছে বোঝানোও হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ