Call

দরখাস্ত লেখার সাধারণ যে নিয়ম আছে সেই নিয়মে লিখবেন। "বরাবর, মাননীয় প্রধানমন্ত্রী" লিখবেন। 

দরখাস্তটি প্রধানমন্ত্রীর ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিতে পারেন : [email protected]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

প্রধান মন্ত্রীর কাছে দরখাস্ত লিখার নিয়ম এবং অন্যান্য ব্যক্তিগত দরখাস্তের নিয়ম একই। শুরু করার সময় শুধু লিখবেন,

বরাবর,                                                               

মাননীয় প্রধানমন্ত্রী ,                                                                 

গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

তারপর আপনি আপনার বক্তব্য সুন্দর ও বিনয়ের সাথে গুছিয়ে লিখবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

দরখাস্ত সব ক্ষেত্রেই সম্মানের সাথে লিখতে হয়।

প্রধানমন্ত্রীর নিকট আপনি নিম্ন পদ্ধতিতে দরখাস্ত লিখতে পারেন।

তারিখ

বরাবর 

মাননীয় প্রধানমন্ত্রী 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কার্যালয়।

জাতীয়সংসদ,ঢাকা।

বিষয়ঃ..........।

মাননীয় প্রধানমন্ত্রী,

আপনার বক্তব্য বিনয়ের সাথে লিখে

 পরিচয়ের জায়গায় আপনারই দেশের একজন স্বু-নাগরিক লিখতে পারেন 

বিঃদ্রঃ উচ্চ পদের ব্যক্তির ক্ষেত্রে জনাব শব্দটি ব্যবহার যোগ্য নয় 

দরখাস্ত লিখে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে পারেন। 

 

 

 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Unknown

Call

আপনে আগে যে ভাবে বা যে নিয়মে লিখতেন ভাবেই লিখবেন শুধু বরাবর এর জায়গায় "মানোনীয় প্রধানমন্ত্রী" লেখে পাঠিয়ে দিবেন        

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

অন্য সব চিঠির মতোই প্রধানমন্ত্রীর চিঠিও একই রকম হবে। তবে সেখানে প্রধানমন্ত্রীকে যেকোনো ভাবেই সম্মোধন করা যাবে। তবে সবচেয়ে সুন্দর দেখায় মাননীয় প্রধানমন্ত্রী বলে সম্মোধন করলে৷

 সেই সাথে অবশ্যই চিঠিতে কোনো কিছুর সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা যাবে না।  চিঠিতে অবশ্যই ফরমাল শব্দ থাকতে হবে।  চিঠিতে এমন শব্দ থাকবে যেটা মার্জিত না,স্পষ্ট না এবং বানান ভুল।  

চিঠির শেষে লেখা থাকবে আপনার সম্মান পূর্বক এবং প্রেরকের নাম। 

তারপর চিঠির খামের উপর থাকবে  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর কার্যালয় , পুরাতন সংসদ ভবন, তেজগাঁও, ঢাকা ১২১৫, বাংলাদেশ।  উপরের ঠিকানায় সেই চিঠিটাও পাঠাতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ