Call

Infant and Young Child Feeding (IYCF) এর পরামর্শ অনুযায়ী বাচ্চাদের খাওয়ানো টা হতে হবে Responsive feeding! এর মানে হচ্ছে বাচ্চাকে মা খেতে সাহায্য করবে কিন্তু জোর করে খাওয়াবে না। ৬-১২ মাসের বাচ্চাদের মা খাওয়ায়ে দিবে, এরচেয়ে বড় বাচ্চাদের খেতে সাহায্য করবে এবং উৎসাহ দিবে। কোন খাবার বাচ্চার পছন্দ না হলে অন্য খাবার দিবে।

খাওয়ার সময় বাচ্চার হাতে মোবাইল, খেলনা বা অন্য কিছু দেওয়া যাবেনা যা বাচ্চার মনযোগ খাবার থেকে সরিয়ে নিয়ে যায়। এই সময় টাতে বাচ্চার সাথে সরাসরি যোগাযোগ করতে হবে, চোখে চোখ রেখে কথা বলতে হবে, গল্প করতে হবে।সময়টাকে আনন্দময় করে তুলতে হবে। বাচ্চা যেন এই সময় টার জন্য সারাদিন অপেক্ষা করে থাকে, ভয় না পায় বা বিরক্ত না হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ