5-6 দিন আগে আমার ঠান্ডা লাগে তখন কাশি + সর্দি+ গলা ব্যাথা। তখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী নাপা + Atrigin সেবন করি। পরে ঠান্ডা কমে গেলেও সর্দি এর সাথে রক্ত পরা লক্ষ্য করি। ২ দিন পর দেখি রক্ত পরছে না এখন অই দিন ডাক্তারের পরামর্শ অনুযায়ী Napa + Deslor সেবন করি। কিন্ত আজ দেখি রক্ত এর পরিবর্তে কালো সর্দি বের হচ্ছে। এদিকে আমি দিন দিন শুকিয়ে যাচ্ছি। এটা কোন রোগের লক্ষণ এবং এটা প্রতিকার এর উপায় কি?? বি.দ্র. সর্দি দিনে ৬-৭ বার এর বেশি হয় না।


শেয়ার করুন বন্ধুর সাথে
ঠাণ্ডার থেকে পরে জীবাণু সংক্রমণ হয়ে আছে। 
সেজন্য এমন হতে পারে। 
ভালো মেডিসিনের ট্রিটমেন্ট নেবেন। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ