আমার স্ত্রীর মাসিকের সময় ব্যথা হত। গত সপ্তাহে গাইনী ডাক্তার দেখাই।টেস্ট করার পর উনি matrinor, folita,consitol, greenox, আরেকটা ওষুধ দেন যেটার নাম মনে নেই। আমার স্ত্রীর মাসিকের সময় সাধারণত ৭ দিন। কিন্তু ওষুধ খাওয়ার পর আজ নয়দিন চলে এখনো প্রস্রাবের সাথে রক্ত হাল্কা রক্ত বের হয়।মাসিকের ৪র্থ দিন থেকেই প্যাডের প্রয়োজন হয়না।

শুধুমাত্র প্রস্রাবের সাথেই বের হয়।এমতাবস্থায় করনীয় কী?


শেয়ার করুন বন্ধুর সাথে
mr h

Call

দ্রুত ডাক্তার দেখান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ