আসসালামু আলাইকুম। আমার ওয়াইফের বয়স ১৮ বছর ওজন ৫৮কেজি উচ্চতা ৪ ফিট ৯"। সে এখনো মা হয় নি। তার পরিবারের সকল সদস্যই ৫ ফিট ৩" এর উপরে উচ্চতা। কিন্তু তার উচ্চতাই সবার থেকে কম। এ নিয়ে তিনি খুব হতাশ। অনলাইনে অনেক আর্টিকেলের মাধ্যমে জানতে পেরেছে যে ৩০ বছর বয়স পর্যন্ত উচ্চতা বৃদ্ধি হয়। তাই তিনি ইউটিউব থেকে নানান ধরনের বিয়াম করেছেন উচ্চতা বৃদ্ধিতে যেগুলো সহায়ক। অনলাইনের মাধ্যমেই জেনেছে যে ভিটামিন-ডি উচ্চতা বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে কার্যকরি ভুমিকা পালন করে। তাই তিনি এখন ভিটামিন-ডি সাপ্লিমেন্ট বক্ষন করতে চাচ্ছে এ ছাড়াও অনলাইনে একটি মাসাজ অয়েল পেয়েছে যা উচ্চতা বৃদ্ধির সহায়ক, পায়ে মালিশ করতে হয়। সে এখন এগুলো ব্যবহার করতে চাচ্ছে। তাই আমি এ বিষয় অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ আশা করছি। এগুলো ব্যবহার করাটা ঠিক হবে কি না? বা উচ্চতা বৃদ্ধির জন্য আমার ওয়াইফ কি করতে পারে?
শেয়ার করুন বন্ধুর সাথে