Call

বিড়াল নিয়ে যে আমাদের ধারণা বিড়াল কামড় বা আঁচড় দিলেই ভ্যাক্সিন নিতে হয় এটা ঠিক না। এটা প্রযোজ্য রাস্তার বিড়ালদের জন্য যেহেতু তারা বাইরে থাকে এবং নোংরা স্থানে থাকে তাই তারা র্যাবিস ভাইরাসে আক্রান্ত কি না এটা আমাদের জানা নেই, তাই ভ্যাক্সিন নিয়ে ফেলা উচিত। 

কিন্তু বাসার পোষা বিড়াল কামড়ালে ভ্যাক্সিন নেয়ার প্রয়োজন আছে মনে হয় না। কারণ পোষা বিড়াল র্যাবিস ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। আর পোষা বিড়াল কামড়ানো আচড়ানো চাইলেও আপনি থামাতে পারবেন না। তাই এটা নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই।

তবে আপনার বিড়ালকে নিয়মিত ভ্যাক্সিন দিবেন। র্যাবিস এবং ফ্লু দুইটার ই। এতে আপনিও নিরাপদ আপনার বিড়াল ও নিরাপদ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ