শুধু খেলেই হবে না। খাবারটা যেনো হজম হয় সে ব্যবস্থাও নিতে হবে। 
আর সব খেলেও হবে না। পুষ্টিকর মানেই কিন্তু আপনার জন্য পুষ্টিকর না। আপনার জন্য কী উপযোগী সেগুলো খুজে তা খেতে হবে। এতে অল্প খেলেও কাযে দিবে। 
ঘুম থেকে উঠে সবার আগে পানি খাওয়ার অভ্যাস করুন। স্বাস্থের জন্য উপকারী। 
ধন্যবাদ

শরীর বাড়াতে চাইলে ছোলা ভিজিয়ে ১ মুস্ঠি করে খান, নিয়মিত প্রতিদিন খাবেন। আমি ২ মাসে ৮ কেজি বেড়েছি

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
MST

Call
আপনি‌ পরিমাণ মত পানি পান করুন। টাইম মত ঘুমান । আর শশা ও ভালো মানের খেজুর খান ।এই টিপস টা হাদিসে ও বর্ণিত আছে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
অরুচি, পেটের সমস্যা হলে মেডিসিন লাগবে। 
আর পর্যাপ্ত পুুুুুষ্টিকর খাবার খান। 
ডায়েটচার্ট করে ফলো করেন। ওজন বাড়বেই। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ