শেয়ার করুন বন্ধুর সাথে

সাধারণত বীর্যপাতের সময় শরীরের শক্তি কিছু সময়ের জন্য অনেকটা স্থগিত হয়ে পড়ে। কারো বীর্যপাত হবার সময় তার শরীরের অভ্যন্তর হতে বীর্য বের হতে কিছু কার্য সম্পন্ন করা হয়। যার ফলে, তার উত্তেজনার চরম শিখরে এসে বীর্য লিঙ্গ হতে বাহির হয়। সে মুহুর্তে তার শরীর অনেকটা নিস্তেজ হয়ে যায়। তাই, নিস্তেজ শরীরকে পুনরায় সতেজ করার মানসিকতা বা চিন্তা থেকে অনেকের তৃষ্ণা পায় বা গলা শুকিয়ে যায়। এটা সবার ক্ষেত্রে হয়না। বা হলেও সবসময় বীর্যপাতের পর হয়না। যখন বীর্যপাতের আগে শারিরীক কসরতের ফলে শরীর একটু গরম হয়ে ঘেমে যায়, সেসময়ে সাধারণত এটা হয়। তবে, বীর্যপাতের পর পানির তৃষ্ণা পেলে পানি পান করুন। এতে ক্ষতি হবেনা। তবে, বেশি ঠান্ডা পানি যেন না হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ