আসসালামু আলাইকুম। আমি দীর্ঘ ৪ মাস ধরে একটা মেয়ের সাথে রিলেশনশিপ আছি। ওর বর্তমান বয়স ১২ আর আমার ২১। আমি ওকে প্রথম দেখাতে ওর প্রেমে পড়ে যায়। ওকে দেখে প্রথমে ভাবছিলাম ওর বয়স ১৪-১৫ হবে। কিন্তু পরে জানতে পারি ওর বয়স ১২। আমার সবসময় ওকে নিয়ে চিন্তা হয় ২-৪ বছর পর ও আমাকে ভূলে যাবে কিনা। আমি ওকে নিয়ে সিরিয়াস। আমি অকে ৬ বছর পরে বিয়ে করতে চাই। আশা করি সবাই উত্তর দিবেন ও আমাকে ছেড়ে চলে/ভূলে যাবে কিনা। আর হ্যা মেয়েটা এখন আমাকে অনেক লাভ করে। আমায় নিয়ে বিয়ের কথা এখন ই ভাবে


শেয়ার করুন বন্ধুর সাথে
Khairul Kd

Call

ভাই এখন নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না। বড় হওয়ার সাথে সাথে মানুষের অনেক পরিবর্তন হয়। আপনি বেশি সিরিয়াস হবেন না। ও এখন অনেক ছোট কিন্তু ভালবেসে যান। তার হাত শক্ত করে ধরে রাখুন। আশা করি ভালো হবে। শুভ কামনা রইল। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সম্পর্ক টিকিয়ে রাখতে আপনাকে যা করতে হবে

*ওর কাছাকাছি  থাকতে হবে যতটুকু থাকা যায় অর্থাৎ যোগাযোগ অব্যাহত রাখতে হবে।

*কোনভাবে তাকে চাপ দেয়া যাবে না, তার কাজে স্বাধীনতা দিবেন।

সেই কোনো কাজ ভুল করলে  বিভিন্ন উপমা  দিয়ে বোঝাবেন।

*তার ভালোলাগার কাজগুলো এমনভাবে করুন যেন সে আপনার প্রতি নির্ভরশীল থাকে।

*কোন ভাবে আপনার গুরুত্ব কমাবেন না কিন্তু ইগো দেখাবেন না।

*সম্ভব হলে তার পরিবারের সাথে ভালো সম্পর্ক রাখতে চেষ্টা করুন।

শেষ কথা হল কোনভাবে জোর করা যাবে না কোন কাজে যত স্বাধীনতা দেবেন তবে সে আপনার প্রতি নির্ভরশীল হবে। আর এ কাজটা আপনার জন্য সবচাইতে কঠিন হবে আমি মনে করি।

বুঝতে সমস্যা হলে মন্তব্যে জানাবেন 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ