ইদানিং আমার প্রস্রাবে একটু সমস্যা হচ্ছিলো। এটা ধাতু ক্ষয় কিনা পরীক্ষা করার জন্য ১টা কাঁচের পাত্রে প্রস্রাব ধরে রেখে ১২ ঘন্টা পর দেখলাম পাত্রের তলানীতে কোন তরল পদার্থ জমেনি। নিচে একদম স্বচ্ছ। তবে উপরে সাদা রঙের ফোটা ফোটা কিছু জমা হয়ে স্তর পড়ে আছে। এটা কি স্বাভাবিক নাকি প্রস্রাবে কোন সমস্যার লক্ষন???


শেয়ার করুন বন্ধুর সাথে