আমার দুটো অন্ডোকোষের মধ্যে ডান পাশের অন্ডোকোষের থেকে বাম পাশের অন্ডোকোষটা একটু বেশি ঝুলে থাকে     এবং একটু movement করে ৷ তবে দুটো অন্ডোকোষের আকার-আকৃৃৃতি প্রায় একই মানে দুটোই same size এর ৷ 

এটা কি কোনো সমস্যা ? 


Share with your friends
Jamiar

Call

যদি অন্ডকোষ ব্যথা না হয় বা ফুলে না থাকে তাহলে কোন সমস্যা নয়। আর হ্যা অন্ডকোষ একটির চেয়ে অন্যটি একটু ছোট বা বড় হয় যা স্বাভাবিক এ নিয়ে দুশ্চিন্তা করবেন না। খারাপ অভ্যাসে জরিয়ে পড়বেন না। প্রস্রাব আটকে রাখবেন না। স্বপ্নদোষ হলে বীর্য পেনিসে চিপে ধরবেন না।  পানি বেশি পানের চেষ্টা করবেন ও স্বাভাবিক ভাবেই জীবন যাপন করুন।ধন্যবাদ। 

Assca lingo bam dik a heila porli er jonno ki korta hbo??

Talk Doctor Online in Bissoy App