শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ইসলামি শরিয়তের দৃষ্টিতে যদি ইমাম নামাজে কোন সুরা-কিরাত পাঠে ভুল এবং সামনে অগ্রসর হতে না পারলে মুক্তাদি তাকে সহযোগিতা করা উত্তম।

 সহযোগিতার পদ্ধতি হলোঃ মুক্তাদি উচ্চস্বরে শুদ্ধভাবে পাঠ করবেন। এটাকে পরিভাষায় লোকমা দেওয়া বলে।

অনেক সময় কিরাত ছাড়াও উঠা-বসার ক্ষেত্রে কোথাও ইমামের ভুল হলে তাকে সতর্ক করাকেও লোকমা দেওয়া বলে।

লোকমা দেওয়ার সঠিক পদ্ধতি হলোঃ- প্রথমে ইমাম সাহেবকে আয়াত পুনরাবৃত্তির সুযোগ দেওয়া। এতদসত্ত্বেও ইমাম সাহেব শুধরে নিতে না পারলে সেক্ষেত্রে মুক্তাদি উচ্চস্বরে শুদ্ধভাবে পাঠ করবেন।

[পূর্বের উত্তর থেকে কপিকৃত]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ