যেকোন দেশ চাইলে ইচ্ছামত টাকা ছাপাইতে পারেনা। কারন আপনার দেশের মোট সম্পদ বিশ্বব্যাংকে দেখাতে হবে।পরে সম্পদের উপর বিবেচনা করে টাকা চাপাইতে দিবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
আদর

Call
টাকা থাকলেই দেশ ধনি হবে না। দেশের উন্নয়নের জন্য দরকার দক্ষ জনশক্তি, কর্মসংস্থানের ব্যবস্থা। যেমন-
তুমি মার্কেটে গেছো একটা শার্ট কিনতে, শার্টের ট্যাক পাইজ ১০০০ টাকা। তোমার আছে ১০০০ টাকা। কিন্তু  দ্বিতীয় কোন ব্যক্তি ১০০০+২০০ টাকা বেশি=১২০০ টাকা দিয়ে দোকানদারের কাছ থেকে শার্ট টা  কিনতে রাজি। তাহলে তুমি শার্ট টা কিনতে পারবে না।
টাকা যত বেশি হবে টাকার মান তত কমবে।
তাই দক্ষ জনশক্তি আর পর্যাপ্ত কর্মসংস্থান থাকলে দেশ ধনি বা উন্নত হত পারবে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
FrSohan

Call

বাংলাদেশ সরকার ইচ্ছামত টাকা ছাপাতে পারে না কারণ তার কাগজ, কালি ইত্যাদি বিশ্ব ব্যাংক থেকে আসে।

সাধারন লজিক বলে যখন আপনি বেশি টাকা ছাপাবেন তখন টাকার মান কমে যাবে।যেমন আপনি যদি ১ কেজি আলু ১০ টাকার জায়গায় ১০০ টাকায় বিক্রি করেন তাহলে টাকার বিপরীতে আলুর দাম শক্তিশালী হচ্ছে অর্থাৎ টাকার মান কমে যাচ্ছে। ( যে কারনে জাল টাকা ব্যবহার আইনত দন্ডনীয় অপরাধ, টাকা বৃদ্ধি পাচ্ছে কিন্তু সম্পদ [GDP] একই থেকে যাচ্ছে।ফলে টাকার মান কমে যাচ্ছে) 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ