আমার মোবাইল এর নাম Tecno kc 1 (2/16gb)। এখন আমি চাই এই মোবাইল এ 3GB ram & 32gb rom লাগাতে। এখন আমি কি 2/16gb change করে 3/32GB লাগাতে পারবো যাতে মোবাইল আরো ভালোভাবে চলে? লাগানো গেলে 3/32 এর জন্য কত টাকা লাগবে?এবং কোথা থেকে লাগাতে পারবো? আর মোবাইল এর কোন সমস্যা হবে?নাকি আরো সুবিধা হবে?


Share with your friends
Waruf

Call

na পারবেন না, চেঞ্জ করে কম বা বেশি লাগানো যাবেনা। সার্কিট, মডেল, প্রসেসর কনফিগার, ডাটাবাস ইত্যাদি ম্যাচ করেনা। এছাড়া মোবাইল ডিভাইসে এগুলো একক কোন পার্টস বা চিপ নয় যে পাল্টে দিলেন। এগুলো মুলত মাল্টিফাংশনাল চিপে সেট করে তৈরি করা হয়। এবং ফোনের বায়োসকেও কনফগার করে দেয় কোম্পানি। যেকারনে চেঞ্জ করা যায়না।

Talk Doctor Online in Bissoy App