Share with your friends
talukdernbt

Call

Keyboard কেনার আগে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হয়। প্রথমত আপনি কী কাজে Keyboard ব্যবহার করতে চাচ্ছেন সেটা মাথায় থাকতে হবে। যদি আপনি Computer Game খেলার জন্য কিবোর্ড কিনতে চান, তাহলে গেমিং কিবোর্ড কিনতে হবে। আবার টাইপিংয়ের সুবিধার জন্য বিশেষ Ergonomic keyboard পাওয়া যায়।  আবার আপনার কার্যক্ষেত্রে ডিজিটের বা গাণিতিক অঙ্কের ব্যবহার বেশি থাকলে অবশ্যই নিউমেরিক কিপ্যাডযুক্ত কিবোর্ড কিনতে হবে। তাছাড়া কিবোর্ডের কিগুলো ব্যবহারোপযোগী, সফট ও  সেনসিটিভ কিনা  সেটাও খেয়াল রাখা চাই। নাহলে আঙুলের পেশিতে চাপ পড়বে ও একটু টাইপ/কি প্রেস করেই আপনার হাত অবশ হয়ে যাবে। কিবোর্ডের সুইচ সম্পর্কে ভালোভাবে জানাও অত্যাবশ্যক। একেক সুইচের কিবোর্ডের কাজ হলো একেক রকম। কম্পিউটারে ইনস্টলকৃত সফটওয়্যারে আপনার কিবোর্ড কাজ নাও করতে পারে। তাই লক্ষ্য রাখতে হবে কিবোর্ড আপনার কম্পিউটারের সফটওয়্যারে কাজ করে কিনা । কিবোর্ড ব্লুটুথে কানেক্ট হয় নাকি হয় না, এটি তারযুক্ত (ওয়ারড) নাকি তারবিহীন (ওয়ারলেস) সেদিকেও নজর রাখা চাই। কিবোর্ডে  এক্সট্রা ফাংশন কি থাকলেও ভালো।

উপর্যুক্ত বিষয়গুলো লক্ষ্য রাখলেই আপনি পেয়ে যাবেন মনের মত কিবোর্ড। কিবোর্ড কেনা কোনো তাড়াহুড়ার বিষয় নয়। 

Talk Doctor Online in Bissoy App