অবশ্যই পৃথিবী আগে সৃষ্ট হয়েছে কারণ কুরআন নাজিল হয়েছে নবীজি(সাঃ) উনার সময়ে। তার আগেও পৃথিবীতে অনেক নবী ও রাসুল এসেছিলেন। তাদের উপরও অনেক কিতাব নাযিল হয়েছিল।

﴿ إِنَّا نَحۡنُ نَزَّلۡنَا عَلَيۡكَ ٱلۡقُرۡءَانَ تَنزِيلٗا ٢٣ ﴾ [الانسان: ٢٣] “

নিশ্চয়ই আমরা আপনার প্রতি কুরআনকে সুস্পষ্টভাবে অবতীর্ণ করেছি” (ইনসান ২৩)।

এই আয়াত দ্বারা কুরআন মহানবী (সাঃ) এর উপর নাজিল হইছে তা প্রমান করা হয়েছে আর মহানবী (সাঃ) এর ৪০ বছর বয়সে এটি নাজিল হয়। তাহলেত প্রমান হয়ে গেল।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

"পৃথিবী আগে সৃষ্টি হয় না কোরআন আগে সৃষ্টি হয়?" প্রশ্নটার মধ্যেই গলদ রয়ে গেছে। কারণ, কুরআন সৃষ্টি নয়। এটা আল্লাহর কালাম বা কথা। আর আল্লাহ যেমন সৃষ্টি নন, তেমনি তাঁর কালামও সৃষ্টি নয়। হ্যাঁ, আমরা যে কুরআন দেখি- যা কাগজে ছাপা হয়, তা সৃষ্টি। কিন্তু মূল কুরআনের বাণী- যা আল্লাহর কালাম, তা সৃষ্টি নয়। [বিস্তারিত জানতে 'আকীদাতুত তাহাবী' বা 'শরহে ফিকহুল আকবর' পড়তে পারেন।] আর মূল কুরআন অবশ্যই পৃথিবীর আগে অস্তিত্ব লাভ করেছে। যেমন, আল্লাহ বলেন- "বরং সেটা তো সম্মানিত কুরআন। যা লাওহে মাহফুজে সংরক্ষিত আছে।" [সুরা বুরুজ] আর সব মুফাসসিরীনে কেরামের মতে লাওহে মাহফুজ এবং তাতে যা লেখা রয়েছে, সবকিছুই পৃথিবীর আগে সৃষ্টি হয়েছে। সুতরাং পৃথিবী সৃষ্টির আগেই কুরআন অস্তিত্ব লাভ করেছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ