আমি অবিবাহিত এবং আমার বর্তমান বয়স ২৪ বছর। আমার সমস্যাগুলোর মধ্যে রয়েছে: ১. অধিক যৌন উত্তেজনা (অল্পতেই লিঙ্গ দাঁড়িয়ে যায়), ২. অতিরিক্ত উত্তেজনায় লিঙ্গ থেকে কামরস নির্গত হয় এবং মাঝে মাঝে বীর্যপাতও হয়ে যায়, ৩. ঘন ঘন স্বপ্নদোষ, ৪. যৌন অক্ষমতা (১-২ মিনিট), ৫. লিঙ্গ চিকন, নরম এবং নিস্তেজ, ৬. লিঙ্গ ডানদিকে বাঁকা (রগ দেখা যায়) ইত্যাদি। আমার প্রশ্ন হলো আমি কি চিকিৎসার মাধ্যমে স্থায়ীভাবে সুস্থতা ফিরে পেতে পারি? এ বিষয়ে সঠিক পরামর্শ চাচ্ছি। দ্র:- আমার ১২ বছর বয়সে একটি সড়ক দূর্ঘটনায় আহত হয়ে প্রচুর রক্তপাত হওয়ার ফলে আমি দীর্ঘদিন রক্তশূণ্যতায় ভুগেছি। আঘাতটি খুবই গুরুতর ছিল, যার প্রভাব আমার শরীরে এখনো আছে।


শেয়ার করুন বন্ধুর সাথে