আমরা সকলেই ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করে অভ্যস্ত। এক কথায় যাকে বলে ওয়াইফাই। কিন্তু অনেকেই আছেন যারা সিম অপারেটরে এমবি কিনে ইন্টারনেট ব্যবহার করেন এবং সেটির ওপরই নির্ভর করেন। কিন্তু অতিরিক্ত এমবি খরচ হলে তা হয় দুশ্চিন্তার আরেক কারণ। তাই আপনাদের ইন্টারনেটের ব্যবহার সাশ্রয় করতে কয়েকটি ক্ষুদ্র টিপস। এগুলো অনুসরণ করলে আপনি কিছুটা ডাটা সাশ্রয় করতে পারেন অনায়াসেই। তাহলে শুরু করা যাক,


সাধারণত এখনকার নতুন অ্যান্ড্রয়েড ফোনগুলো বেশি র‌্যামের হয়ে থাকে। র‌্যাম যত বেশি হয় ইন্টারনেটও তত খরচ বেশি হয়। যার ফলে এমবিও বেশি কাটে। আমার এক বন্ধু সারাদিন ফেসবুকে ভিডিও দেখেও ১৫০ এমবির মতো খরচ হয়। অথচ আমার কেবল কয়েকটা ভিডিও দেখলেই ৫০০+এমবি খরচ হয়ে যায় কয়েক মিনিটের মধ্যে। তাই ইন্টারনেট চালানোর জন্য ব্যবহার করতে পারেন কিছুটা ভালো মানের কম র‌্যামের ফোন। তাতে অনেকটা ইন্টারনেট সাশ্রয় হবে।


এছাড়া অটো আপডেট অন থাকলে সেটিও আপনার ডাটা এক নিমিষে সাবার করে দিতে পারে। তাই অটো আপডেট অফ রাখুন। আরেকটি কাজ করতে পারেন। সব ফোনেই প্রায় এই ফিচারটি থাকে আর তা হলো হলো 'ডাউনলোড ওভার ওয়াইফাই'। সেটি চালু থাকলে যখনই আপনার ফোনে ওয়াইফাই কানেকশন হবে তখনই শুধু ফোনের আপডেট ডাউনলোড হবে।


আপনার ফোন ব্যাকগ্রাউন্ড ডাটা ইউজ করলে সেটিও অতিরিক্ত এমবি সাবার করে। ব্যাকগ্রাউন্ডে আপনার অজান্তেই অন্যান্য অ্যাপসগুলো আপনরা ইন্টারনেট শেষ করে দেয়। আর তাই ব্যাকগ্রাউন্ড ডাটা ফিচারটি অফ করে রাখুন। অনেক ফোনেই 'ডাটা সেভার' নামক একটি ফিচার থাকে। সেটি অন করলেও এমবি কম কাটবে। আবার অনেক ফোনে আল্ট্রা ডাটা সেভিং মুডও থাকে যেটি দিয়ে আপনি ইন্টারনেট সাশ্রয় করতে পারেন।


তো এই ছিল কিছু টিপস। এগুলো করলে আশা করি কিছুটা লাঘব হবে আপনাদের অতিরিক্ত ডাটা খরচ।

ধন্যবাদ।


শেয়ার করুন বন্ধুর সাথে