আমার স্ত্রীর সাথে 19/06/2021 এ মিলন করি।করার ২ ঘন্টা পর ইমকন ১ খাওয়ানো হয়।এর ১.৩০ পর আবার মিলিত হই।গতমাসের 26 তারিখ পিরিয়ড হয়েছিল।কিন্ত এই মাসে এখনও হয় নাই। এখন আমার স্ত্রী কি প্রেগন্যান্ট হবার সম্ভাবনা আছে?


শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

যেহেতু মিলনের ২ ঘন্টা পর ওনাকে ইমার্জেন্সি পিল খাওয়াইছেন সেক্ষেত্রে প্রেগন্যান্সি হওয়ার কোন সম্ভাবনা থাকবে না । তবে এই ইমার্জেন্সি পিল সেবনে কারনে মাসিকে  অনেক ঝামেলা হয় । এছাড়াও পিলের সাইট  ইফেক্ট প্রভাব ফেলে যার কারনে তলপেটে ব্যথা , বমি ভাব , ও শরীর ক্লান্তি সহ নানান সমস্যা দেখা দেয় । কাজেই ওনাকে অপেক্ষা করতে ব্লুন আসা করি মাসিক হবে । তবে পরবর্তীতে মিলনে কনডম নিবেন এসব পিল অধিক সেবন করবেন না । কেনো না ১ টি পিল সেবনে প্রথম ৩/৪ মাস মাসিক অনিয়ম হয়ে থাকে তবে সবার ক্ষেত্রে একই  হয়না  । কাজেই ওনাকে অপেক্ষা করতে ব্লুন আসা করি মাসিক হবে।আসা করি বুঝতে পারছেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ