ডিম ফোটানার হাপায় ৩ লিটার বা আনুমানিক ৭৫০০০ ডিম ভেতরের হাপাতে রাখা হয়। ১৪ থেকে ১৮ ঘণ্টা পরে ডিম ফুটে ডিম পোনা বেরিয়ে আসে। খুব সরু সূতোর মতো ডিম পোনাগুলি ভেতরের হাপার গোলাকার ছিদ্র দিয়ে বাইরের বড় হাপাতে চলে আসে, কিন্তু ডিমের খোসা ও অনিষিক্ত ডিম ভিতরের হাপাতে থাকে। জল যাতে দূষিত না হয় তার জন্য ভিতরের হাপা খুলে সরিয়ে রাখা হয়। ডিম পোনাগুলি ৩ দিন বাইরের হাপাতে থাকে। এই সময় এদের কোনও খাবার দিতে হয় না। কারণ ডিম পোনাগুলি এই সময় তাদের কুসুমথলিতে সঞ্চিত খাদ্য গ্রহণ করে। ৩ দিন পরে নার্সারি বা আঁতুড় পুকুরে স্থানান্তরিত করতে হয়। 

 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ