গলদা চিংড়ির রেণুকণা ও ধানি পোনা পুকুরে ছাড়ার আগে পুকুরের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য চারা মজুত করার আগে চিংড়ির পোনাকে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। পলিথিন ব্যাগে চারা পরিবহন করলে ব্যাগটি পুকুরের জলে বেশ কিছুক্ষণ ভাসিয়ে রেখে তাপমাত্রার সমতা আনতে হবে। এর পর ব্যাগের মুখ খুললে কিছুক্ষণ বাদে পুকুরের কিছু জল ব্যাগে ডুবিয়ে দিতে হবে। এতে উভয় জলের মিশ্রণ হয়ে পকুরের জল ও ব্যাগের জলের তাপমাত্রা সমান হয়ে যাবে। এর পর চারা চিংড়ি সমেত ব্যাগটিকে পকুরের জলের মধ্যে কাত করে ধরলে চারাগুলি ধীরে ধীরে পুকুরের জলে চলে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ