ডিম ফোটানোর হাপা পুকুরের পরিষ্কার জলে ৪টি বাঁশের খুঁটির সাহায্যে খাটানো হয়। বাইরের হাপাটি খাটানোর পর এর মধ্যে ভেতরের হাপাটি প্রায় জলের মধ্যে ডুবিয়ে হাপার ৪ কোণা ফিতের সাহায্যে টান টান করে বেঁধে দিতে হবে। প্রজনন-হাপা থেকে একটি এক লিটার মাপকের সাহায্যে তিন লিটার ডিম মেপে তুলে নিয়ে হ্যাচিং হাপার ভিতরে সমান ভাবে ছড়িয়ে দিতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ