Jamiar

Call

হ্যা প্রেগন্যান্সি হওয়ার সম্ভাবনা আছে বা থাকবে কেনোনা ।ফেমিকন পিল কিন্তু ইমার্জেন্সি পিল না বা এসব পিল মিলনের পর একের অধিক সেবনে প্রেগন্যান্সি রোধ করা যায় এমন টি না । কাজেই সে ক্ষেত্রে প্রেগন্যান্সির সম্ভাবনা থেকেই যায় । 

আসলে  ফেমিকন পিল গুলো কিন্তু এভাবে খাওয়ার নিয়ম না যে মিলনের পর ৪/৫ টা পিল  বা ৬-৮ সেবনে করে  প্রেগন্যান্সি রোধ করা যায় এমন টি  কিন্তু না । ফেমিকন পিল গুলো নিয়মিত করে খেতে হয় যা মাসিকের দিন থেকে শুরু করে  সাদা পিল গুলো প্রতিদিন যা ২১ দিন খেতে হয় । 

কাজেই আপনি এভাবে অনিয়ম করে সেবনে প্রেগন্যান্সি রোধ করা সম্ভব হবে না । 

যেহেতু সেবন করেছেন তাই অপেক্ষা করুন  মাসিক হলে প্রেগন্যান্ট হবেন না ।আর মাসিক বন্ধ থাকলে প্রেগন্যান্সি টেস্ট করবেন। এখন বলা সম্ভব না যে আপনি প্রেগন্যান্ট কিনা । আসা করি বুঝতে পারছেন।