আ‌মি সারা‌দিন ‌ঠিক থা‌কি। রাত হ‌লেই সর্দি শুরু হয়। শুরু হয় ঘন ঘন হা‌চি, কা‌শি, নাক ‌থে‌কে পা‌নি পড়া এবং চোখ থে‌কে পা‌নি পড়া। হা‌চি এবং কা‌শি‌তে সারা রাত ঘুমা‌তে পা‌রিনা। স‌র্দি সকাল পর্যন্ত থা‌কে। রাত থে‌কে সকাল দশটা পর্যন্ত স‌র্দি থা‌কে। তারপর আপনা আপ‌নি একদম সুস্থ।

এখন আমার প্রশ্ন হ‌চ্ছে যে, আ‌মি কি কোন ‌রোগ এ ভুগ‌তি‌ছি? না‌কি এই সমস‌্যাটা আবহাওয়া প‌‌রিবর্ত‌নের কার‌ণে হ‌চ্ছে?


শেয়ার করুন বন্ধুর সাথে