Jamiar

Call

ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আসলে প্রেগন্যান্ট থাকাকালিন  সাবধান হয়ে চলাচল করতে হয়, বিশেষ করে টিউবয়েল টিপ /চাপ দেওয়া গোসলের সময় ঘুমানোর সময় এছাড়াও সর্বদাই সাবধান থাকতে হয় গর্ভবতী নারীদের।

যাইহোক যদি ওনার যোনি রক্তপাত না হয়, বা তলপেটে ব্যথা না পান তাহলে আসা করি গর্ভের কোণ ক্ষতি হবে না তবে ওনার কোমর ব্যথার জন্য চিকিৎসকের পরামর্শে  মেডিসিন নেওয়ান ।তবে ভালো হবে আপনি ওনার কোমর মলম মালিস করে দিন প্রতিদিন রাতে ও সকালে কোমরে মলম মালিস করে দিবেন। ফার্মেসি থেকে move  মলম ক্রয় করুন ।এটি মালিসে আসা করি ওনার কোমরে ব্যথা থাকবে না।

আর হ্যা ওনাকে সাবধান থাকতে বলবেন ।প্রয়োজনে আপনি বা আপনার বোণ বাসায় থাকলে তার সাথে গোসল করতে বলবেন । গর্ভবতী থাকাকালিন সর্বদাই সাবধান থাকবেন । 

আসা করি বুঝতে পারছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ