বৃষ্টি আসলে বুক ধরপর করা কি কঠিন কোন রোগ বা শুধু ঝড় বৃষ্টি আসলে বুক ধরপর করে কেন???

খুব বেশি টেনশন হওয়ার কারন কি???

আবার খুব অস্থিরতা হয় সাথে ভয় ও কি যেন হবে এই বৃষ্টিতে

বয়স ২২+

ওজন ৬০ কেজি


শেয়ার করুন বন্ধুর সাথে
MDRHLovelu

Call

এটা একপ্রকারের প্যানিক ডিসঅর্ডার। প্যানিক ডিসঅর্ডার হলো: একধরনের মানসিক অসুখ; যাতে ব্যক্তি প্রচণ্ড আতঙ্কের শিকার হন এবং এটা ১০-১৫ মিনিটের মতো স্থায়ী হওয়ার পর আবার ধীরে ধীরে স্বাভাবিক হন। অনেকে এ ধরনের অ্যাটাকের পর ৩০ মিনিটের মতো শারীরিক দুর্বলতার কথাও বলেন। প্যানিক অ্যাটাকের হার হলো: শতকরা ৩ থেকে ৪ ভাগ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

মানসিক রোগ বিশেষজ্ঞ ও মনোরোগবিদ,,এমন ডাঃ দেখান আশা করি ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে,  আপনি ভাল একজন ডাঃ দেখান,  বেসি বেসি ইয়াসিন সূরা পাঠ করবেন, ঠিক হয়ে যাবে 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Unknown

Call

...gf

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ