দাঁত ব্যথার কি ওষুধ


শেয়ার করুন বন্ধুর সাথে
Manik Raj

Call

হঠাৎ দাঁত ব্যাথা করলে লবণ দিয়া গরম পানি পান করলে

ভালো হয়ে যায় বা কিছু সময় পর এমনিতেই ভালো হয়ে যায়।

কিন্তু যদি অন্য কারণে সমস্যা থাকে তাহলে সেই সমস্যা

বুঝে ব্যবস্থা নিতে হয়। তবে যদি দাঁতের ব্যথা না যায়, তাহলে বেদনা-নাশক ওষুধ দেওয়া হয়। যেমন ডাইক্লোফেনাক সোডিয়াম (ডাইভন), ইবুপ্রোফেন, ইত্যাদি।

এগুলো নেওয়ার পূর্বে ডাক্তারের সাথে যোগাযোগ করে

নিবেন বা খাবেন। বাকি নিয়ম ডাক্তার বলে দিবে।       

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ