আসসালামু আলাইকুম
প্রিয় ভাই/বোনেরা! আমার বাবার বয়স ৭০,শরিরের প্রতিটি জয়েন্টে জয়েন্ট খুব বেশি ব্যাথা অনেক ওষুধ খাওয়ার পরও কমছে না। গতকাল একজনের পরামর্শ পেয়ে "নেপ্রোসিন প্লাস ৫০০" ট্যাবলেট খাওলাম, খাওয়ার সাথে সাথেই ব্যাথা অনেকটা ক্ষমে গেছে। এখন এই ওষধটা খেলে অন্য কোনো সমস্যা কি হবে? আর এটা কতদিন খাওয়ানো যাবে প্লিজ জানাবেন।
আরেকটি সমস্যা হচ্ছে পা ফোলার জন্য ডাক্তার Diretic-DS Tablet

40 mg+50 mg দিয়েছিলেন প্রতিদিন ১ টি খাওয়ার জন্য। ১ সপ্তাহ খেয়েও একটুও ফোলা কমেনি। পরে আমি  প্রতিদিন ২ টি করে খেতে বললাম। ২ করে খেয়ে ২ দিনেই ফোলা অনেকটাই কমে গেছে।
এখন জানার বিষয় হল ১টির বদলে ২ টি খেলে কোনো সমস্যা হবে কি?


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা উচিত নয়। নেপ্রোসিন প্লাস এর কাজ পার্শপ্রতিক্রিয়া সতর্কতা ও মাত্রাতরিক্ত সেবনের প্রতিক্রিয়া জেনে নিন এই লিঙ্ক থেকে ,https://www.bissoy.com.bd/brand/bn/naprosyn-plus এবং , Diretic-DS এর কাজ এই লিঙ্ক থেকে ,https://www.bissoy.com.bd/brand/bn/diretic-ds ,

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ