Jamiar

Call

ধন্যবাদ প্রশ্ন করার জন্য।

আসলে আপনার এটি একটি ছত্রাকজনিত চর্মরোগ বলা যেতে পারে। যা গরমকালে কুচকিতে ঘাম জমে স্থানটি ভিজে থাকে বলে ওখানটায় গরমকালে এটি দেখা দেয়। আপনি এ ক্ষেত্রে  উক্ত স্থানে পেভিসোন /ফাঙ্গিসন ক্রিম ইউস করতে পারে। এতে নিরাময় হবে। আর হ্যা অবশ্যই অবাঞ্চিত লোম প্রতি সপ্তাহে বা ২ সপ্তাহ পর পর পরিস্কার করবেন, ঢিলা পোসাক পড়বেন। প্রতিদিনের ব্যবহৃত জাইঙ্গা, লুঙ্গি ও প্যান্ট প্রতিদিনের পোশাক প্রতিদিন  ধুয়ে ফেলতে হবে, তা না হলে এটা চলে যাবে কিন্তু অবশ্যই দু-এক মাস পর আবার দেখা দিতে পারে।পাশাপাশি গোসলের পর নারকেল তেল ইউস করবেন।এর পরেও সিরিয়াস হলে ব্যথা বা ঘা হলে দ্রুত ডাক্তার দেখাবেন।

আশা করি বুঝতে পারছেন।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ