Jamiar

Call

আসলে এই ক্যাথেটার লাগানো হয় যাতে খুব সহজেই প্রস্রাব করা যায় এছাড়াও জরুয়ু থেকে অস্বাভাবিক রক্তপাত বন্ধ করতেও সহায়তা করে।যদি আপনার ১ সপ্তাতেই এরকম হয় যে প্রস্রাবের সাথে রক্ত যায় তাহলে অবশ্যই উক্ত চিকিৎসক এর সাথে আলোচনা করে নিন।

আর যেহেতু আপনি সিজার করছেন তাই অবশ্যই ১ সপ্তাহ উক্ত মেডিকেল এ থাকা উচিৎ। আর যদি আপনি সেখান থেকে বাসা আসেন তাহলে অবশ্যই উক্ত চিকিৎসক এর সাথে যোগাযোগ করুন।এই রক্ত জরায়ু থেকে আসবে হয়তো।তাই চিকিৎসক এর কাছে যান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ