আপনি যে মোহগ্রস্ত, তার খানিকটা আভাস আপনার প্রশ্নে পাওয়া যাচ্ছে। ব্যক্তিগতভাবে আপনাকে চিনিও‌ না আর আপনার পুরো কাহিনীও জানি না। তাই আমার জ্ঞান ও সম্ভাব্য ঘটনার উপর ভিত্তি করে উত্তর দিই–

ভালোবাসা মানেই কিন্তু কাউকে পাওয়া নয়। ভালোবাসা এক-তরফা হতে পারে, আবার দুই-তরফাও হতে পারে। প্রেম-এ দুই-তরফা হওয়া আবশ্যক। নিশ্চিত আপনি তাকে একইসাথে ভালোবেসেছেন আর প্রেমে পড়েছেন। প্রেমে পড়া আবশ্যিক না যদিও, কিন্তু আমি বলব বিয়ে করার পরই প্রেম করা উচিত্।

আর আপনি যে ভালোবেসেছেন… ভালোবাসা কিন্তু দাবী করে না, ত্যাগ করে। ভালোবাসার জন্য নিজেকে ত্যাগ করে দেখুন (আত্মহত্যা ভেবে বসবেন না)। নিজের অতি-আবেগ, নিজের মোহ ত্যাগ করুন। কারণ ভালোবাসায় অতি-আবেগ, মোহ থাকা উচিত্ না।

আপনি যাকে ভালোবাসেন সে অন্য কাউকে ভালোবাসে? তবে তাকে ছেড়ে দিন। সে যদি আপনার কাছে না ফিরে, মনে করবেন সে হয়তো আপনার ছিল না। আর যদি আপনার কাছে ফিরে আসে, মনে করবেন সে হয়তো আপনাকে ভালোবেসেছিল। তবে ফিরে আসার সম্ভাবনা কম, যেহেতু আপনার ভালোবাসার মানুষ আরেকজনকে ভালোবাসে।

তবে যাই হোক না কেন, আমি বলব আপনি ত্যাগ করতে শিখুন, তারপর মোহ একেবারে শেষ করে দিন। ভালোবাসার আসল অনুভূতি নিশ্চয়ই পাবেন।

ভালোবাসা মানেই কাউকে জোর করে পাওয়া নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ