শান্ত ডিসেম্বর মাসের এক সকালে স্কুলে যাচ্ছিলো। শীত নিবারনের জন্য একই সাথে দুটি শার্ট পরলো কিন্তু তাতেও তার শীত কমলো না। অথচ তিন মাস আগেও একটি শার্ট পরে সে স্কুলে যেত।


শেয়ার করুন বন্ধুর সাথে

পরিবেশের তাপমাত্রার পার্থক্যের কারণে একই কাপড়ে দুই সময়ে

দুই ধরনের অনুভূতি লাগে।

উদ্দীপক হতে দেখা যায় যে, শান্ত ডিসেম্বর মাসের এক সকালে শীত নিবারণের জন্য দুটি শার্ট পরেছিল কিন্তু তাতেও তার শীত কমলাে না। কারণ শান্তর শার্টটি ছিল সুতি কাপড়ের। সুতি কাপড়ের তাপ পরিবহন ও পরিচলন ক্ষমতা বেশি হওয়ায় দেহের তাপ সহজেই বাইরে বেরিয়ে যেতে পারে। ফলে শরীরে ঠান্ডা লাগে। এছাড়াও শীতের সময় বাতাস বেশি ঠান্ডা থাকায় তা সুতি কাপড়ের মধ্যে দিয়ে সহজেই শরীরে লাগে। এ কারণে শান্তর স্বাভাবিকের চেয়ে বেশি ঠান্ডা অনুভূত হয়েছিল।

আবার একই কাপড় শান্ত যখন তিন মাস আগে অর্থাৎ সেপ্টেম্বর মাসে পরেছিল তখন তার কাছে আরাম অনুভূত হয়েছিল। কেননা সেপ্টেম্বর মাস অর্থাৎ গরমের দিনে শরীরের তাপ বেশি থাকে। এ অতিরিক্ত তাপ সুতি কাপড় দ্বারা সহজে পরিবাহিত হয়ে দেহের

বাইরে চলে যায়। ফলে সুতি কাপড় পরিধান কারী স্বাচ্ছন্দ্য অনুভব করে।

তাই বলা যায়, একই সুতি কাপড় পরিধানে দুই সময়ে অর্থাৎ দুই ঋতুতে পরিবেশের তাপমাত্রার পার্থক্যের কারণে দুই রকমের অনুভূতি লাগে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Unknown

Call

উদ্দীপকে দেখা যায় শান্ত ৩ মাস আগে ১ টি শার্ট পরে স্কুলে যাইত,,, কিন্তু ডিসেম্বরে ২ টা শার্ট পরেও শীত মানছে না,  

শান্ত যখন ৩ মাস আগে শার্ট পড়ছিলো তখন ছিলো গরমকাল তাই একটি শার্ট পরে স্কুলে গেলেও তার কোন সমস্যা হয় নাই কিন্তু এখন শীত কাল তাই ২ টি শার্ট পরেও শীত নিবারন করতে পারছে না,

শান্ত ভিন্ন মত করতাছে কারন তিন মাস আগেও একটি শার্ট পরে কুলে গেছে তাই সে ডিসেম্বরে এসেও ভাবতাছে একটির যাগায় ২ টি পড়লে শীত নিবারন করা যাবে তার জন্যই ২ টি শার্ট পড়ছে 

সে বুঝতে পারে নাই চীত কালে শীতের কাপড় পড়া লাগে তাই সে ভিন্ন অনুভূতি প্রকাশ করছে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
উদ্দিপকের আলোকে  শান্তর ভিন্ন ধরনের অনুভুতি হবার কারণ নিচে বিশ্লেষণ করা হলো :

উদ্দিপকে শান্ত তিন মাস আগেও একটি শার্ট পরে স্কুলে যেত কারন তখন ছিল মূলত গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে বাইরের পরিবেশের তাপমাত্রা যথেষ্ট বেশি থাকে। তাই স্বাভাবিক ভাবে ঠান্ডা লাগেনা। এই সময়ে হালকা সুতি কাপড় পরা যায়। সুতি বা লিনেন রেয়ন জাতীয় তন্তুর পোষাক খুব বেশি মাত্রায় তাপ ধরে রাখতে পারেনা কারন এগুলো ভাল তাপ কুপরিবাহক নয়। এই কারনে গ্রীষ্মকালে শান্ত একটি শার্ট পরলে দেহের তাপ বা উষ্ণতা সহজে শার্ট ভেদ করে বাইরে চলে যেত ফলে অতিরিক্ত গরম লাগতনা। কিন্তু যখন ডিসেম্বর মাস আসলো তখন আবহাওয়া ঋতু পরিবর্তন হয়ে গেল। গ্রীষ্মকাল চলে যেয়ে শীত কাল আসলো। আমাদের দেশে ডিসেম্বর থেকে শীত শুরু হয়ে জানুয়ারী ফেব্রুয়ারী পুরা শীতকাল থাকে এবং হাড় কাপানো শীত অনুভূত হয়। ফলে এই শীতের পরিবেশে শান্ত লিনেনের শার্টে খুবই শীত অনুভব করলো। তাই সে শীত থেকে রক্ষা পেতে আরও একটি শার্ট গায়ে দিয়ে নিল। কিন্তু সেই শার্টটিও একই লিনেন বা রেয়ন তন্তু হওয়ায় এই দুই পোষাক দেহের তাপ দেহে ধরে রাখতে পারল না। উপরন্তু বাইরের শীতল তাপমাত্রা শার্ট ভেদ করে দেহে প্রবেশ করার ফলে শান্ত সম্পূর্ণ ভিন্ন এক শীতল অনুভূতি অনুভব করলো।
আসলে অধিকাংশ তন্তু সেলুলোজ বা লিনেন বা রেয়ন থেকে তৈরি হয়। যা যথেষ্ট তাপ কুপরিবাহক নয়। এগুলোতে সাধারন বায়ু কুঠরী তুলার নায় আশে ভরা থাকেনা, এই সুতা গুলো হয় মসৃন তাই সহজে এই সুতার কাপড় ভেদ করে তাপ চলে যেতে পারে। একারনে গ্রীষ্ম ছেড়ে শীতকাল চলে আসলে একই পোষাকে শীত অনুভব হবে।
এই শীতকালে তাই রেশম বা পশম জাতীয় পোষাকই কেবল তাপ ধরে রেখে দেহ উষ্ণ রাখতে সামর্থ্য হয়।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ