আমাদের বাসায় আগে থেকেই  সোলার সিস্টেম রয়েছে।।  সোলার থেকে চলে 5টি লাইট, একটি এলইডি টিভি 3টি ফ্যান সব গুলোই ১২ ভোল্টের। এখন আমাদের বাসায় বিদ্যুৎ লাইন এসেছে, এখন আমি চাচ্ছি আমার বাসার সব কিছু dc লাইন করে চালাতে, মানে DC fan,ligh, led tv  চালাব তার জন্য কি 12v ট্রান্সফরমার ব্যবহার করলে চলবে আর   কত amp  ট্রান্সফরমার  লাগবে?ট্রান্সফরমার দিয়ে যদি না হয় তবে কি করতে হবে???


Share with your friends
Jamiar

Call

ধন্যবাদ প্রশ্ন করার জন্য।

আসলে 220 volt AC   থেকে 12 volt DC বেড় করলে আপনি সেখানে ৩ এম্পিয়ার DC পাবেন যা আপনার উক্ত লাইট ফ্যান এক সাথে ব্যবহার করা গেলেও তেমন লাইটে আলো বা ফ্যানের বাতাশ পাবেন না।

আপনার সোলার ব্যাটারি কত এম্পিয়ার এর বলবেন প্লিজ?

আপনার AC থাক এবং  এই কারেন দিয়েই আপনি আপনার বাসা ওয়ারিং করুন এবং ac কারেন ব্যবহার করেন।

আর এই সোলার দিয়ে সোলার এর dc বাল্প ও ফ্যান চালাতে পারেন আলাদা করে।যদি আপনি এই সোলার ব্যটারি থেকে অর্থাৎ  DC TO AC করতে চান তাহলে একটি ট্রান্সফরমার কিনুন অর্থাৎ IPS কিনুন আর এই ips ব্যাটারিততে সংযোগ করে তা দিয়েই AC লাইনের সব বাতি ও ফ্যান চালাতে পারবেন। তবে সেক্ষেত্রে সোলার ব্যাটারি ১০০+ এম্পিয়ার এর হলে ভালো হয়।

আশা করি বুঝতে পারছেন।


Talk Doctor Online in Bissoy App