শেয়ার করুন বন্ধুর সাথে
Call

কম্পিউটার টাইপ করার সঠিক পদ্ধতি :

আমরা নিজের ইচ্ছেমতো যেভাবে খুশি টাইপ করতে পারি কিন্তু এতে টাইপের গতি সঠিক মাত্রায় বাড়ে না। টাইপ বাড়াতে হলে একজন কম্পিউটার শিক্ষক বা ইউটিউব এ পরামর্শ দেখুন। কোন আঙ্গুল দিয়ে কোন বাটন চাপতে হবে।

তাছাড়াও নিচে টাইপ করার সঠিক কিছু নিয়ম দেয়া হলো :
★ হেলান দিয়ে না বসে সুজা হয়ে বসে টাইপ করতে হবে।
★ যা টাইপ করবো তা আগে মনে মনে অথবা মুখে বলে নেই।
★ প্রথমে টাইপ করার সময় অবশ্যই ধীরে ধীরে টাইপ করতে হবে
★ লক্ষ রাখতে হবে যেনো এক বারো ভুল বাটনে চাপ না পারে।
★ টাইপিং সফ্টওয়্যার এর মাধ্যমে কিংবা কোন লেখা দেখে দেখে টাইপ প্রেকটিস করতে হবে
★ প্রথমে ইংরেজি টাইপ শিখে তারপর বাংলা টাইপ শিখা ভালো।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ