এই ব্যক্তিকে চিনেন কিনা জানিনা, নাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি ''হেযবুত তাওহীদ" নামক সংগঠনের নেতা। তাদের কাজ নিয়ে কিছু কথা বলি, পুরাটা পড়লে বুঝতে পারবেন আমি কি বোঝাতে চাচ্ছি, ইনশাল্লাহ।

১. এই লোক(হোসাইন মোহাম্মদ সেলিম) ঠিকমতো আরবি পড়তে পারে না (অশুদ্ধ);

২. নামাজকে বিকৃত করে পড়ে ;

৩. হাদিসকে নিজের মনমতো ব্যখ্যা করে;

৪. তার মুরিদদেরকে জান্নাতের সার্টিফিকেট বিলি করে ;

৫. হেযবুত তাওহীদে তার বড় গুরু (বায়াজীদ খান পন্নী) দাবি করে তার সাথে আল্লাহ কথা বলেছে ;

৬. এই পন্নী ভাইই আবার সিগারেটখোর, সিগারেটখোর ধর্মপ্রচারক আরকি ;

৭. কেউ যদি এক ইলাহে বিশ্বাস না করে, তবে সে মুসলিম না এটা সবাই জানে। রাম, কৃষ্ঞ ইত্যাদি ব্যক্তিগনের বিশ্বাস সম্পর্কে আমরা জানিনা। এই সেলিম ভাই ওনাদেরকে নবি দাবী করেন ;

৮. কুরআনের বিভিন্ন আয়াত অস্বীকার করে, যেমন কুরআনে স্পষ্টভাবে নারীদের পর্দার ব্যপারে আয়াত আছে —

يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ قُل لِّأَزْوَٰجِكَ وَبَنَاتِكَ وَنِسَآءِ ٱلْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِن جَلَٰبِيبِهِنَّۚ ذَٰلِكَ أَدْنَىٰٓ أَن يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَۗ وَكَانَ ٱللَّهُ غَفُورًا رَّحِيمًا

হে নবী! তুমি তোমার স্ত্রীগণকে, কন্যাগণকে ও বিশ্বাসীদের রমণীগণকে বল, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের (মুখমন্ডলের) উপর টেনে দেয়।এতে তাদেরকে চেনা সহজতর হবে; ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। আর আল্লাহ চরম ক্ষমাশীল, পরম দয়ালু [৩৩:৫৯]

সেখানে সে দাবি করে নারীদের পর্দা করা নাকি ইসলামের অংশ না ;

৯. তার মাহফিল হয় কম্বাইন্ড, মানে নারী-পুরুষের অবাধ মেলামেশা থাকে। আরে সে তো পর্দার হুকুম মানেই না।

ওনার ফেসবুক পেজে ৩ লক্ষ ১৪ হাজার লাইক। এবার আমাকে আপনি বোঝান ; এরকম একজন প্রতারক, ধর্মব্যবসায়ী, ভন্ড লোককে যখন মানুষেরা অনেক অথেনটিক মুফতির চাইতেও বেশি পছন্দ করে, তখন লজ্জিত হওয়া ছাড়া আর উপায় থাকে না। আমি এটা দেখার পর আমার চোখকে বিশ্বাস কর‍তে পারিনি, আমার কল্পনাতেও ছিল না বাংলাদেশের একটা অংশের মুসলিমদের এই অবস্থা। এদের কার্যক্রমের জন্য আমি সত্যিই লজ্জিত।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ