Jamiar

Call

ধন্যবাদ প্রশ্নের জন্য। 

আপনি বললেন দোকানে কোন মাল গুলো বেচাকেনা বেশিই হয়? তাইতো।

প্রথমে আপনাকে বাজার সম্পর্কে জানতে হবে,অর্থাৎ মাছ বাজার,সবজি বাজার,মাংশ বাজার, এছাড়াও মুদি বাজার,ইলেক্ট্রনিকস বাজার(সপ), এছাড়াও অনেক অনেক ব্যবসা করার মত বাজারে অবস্থান ও মালামাল থাকে।

আপনি কোন ব্যবসা করবেন বা করছেন তা কিন্তু বলেন নি?

যদি আপনি মাছ বাজারে সবজি নিয়ে বসেন তাহলে সেখানে সবজি কেমনে বেচাকেনা হবে ভেবে দেখুন।যদি মুদির দোকানের পাশে ইলেকট্রিকাল যন্ত্রাংশ মাল তুলেন দোকানে তাহলে সেখানে কি বেচাকেনা হবে, মনে তো হয় না। যদি আপনি কসমেটিক মেলায়/বাজারে মুদির দোকান দেন তাহলে কি সেখানে বেচাকেনা হবে, মনে তো হয় না। যদি আপনি আপনার ইলেক্ট্রনিকস দোকানে মুদি দোকানের মালামাল তুলেন তাহলে, মনে তো হয় না সেখানে উক্ত মাল বেচাকেনা হবে।

ঠিক তাই আগে আপনাকে বুঝতে হবে আপনার দোকান বাজারের কোন স্থানে আছে, যদি আপনি মুদির দোকান দেন তাহলে অবশ্যই যেনো সেখানে আশেপাশে কয়েকটাও মুদির দোকান থাকে, আর সেখানে মুদির দোকানে থাকা মালামাল তুলবেন।

যদি আপনি ইলেক্ট্রনিকস এর দোকান দিয়েছেন বা দিতে চান বা দেন তাহলে অবশ্যই সেই যায়গায় দোকানটি দিবেন যেখানে ২/১ টি ইলেক্ট্রনিকস দোকান থাকেই।

এছাড়াও লক্ষ করবেন বাজারে কোন ব্যবসা নেই। যদি দেখেন বাজারে ফলের দোকান নাই তাহলে সেখানে একটি ফলের দোকান দিন আর কোথায় দিলে ভালো হবে বা কোন স্থানে দোকানে বেচাকেনা হবে তা আপনি দেখলেই বুঝতে পারবেন।  

তবে হ্যা বাজার ছোট হলে এক দোকানেই ২ রকমের পন্য তুলা যায় দোকানে,, এসব বাজারে অবস্থান এর উপর নির্ভর।

যাই হোক যেহেতু আপনি তেমন কোন বিস্তারিত জানিয়ে প্রশ্ন করেন নি যার কারনে আপনার মনের ভিতরে থাকা দোকানের বেচাকেনা মালামাল এর তালিকা দিতে পারলাম না।আপনি আপনার দোকানের সম্পর্কে বলুন চেস্টা করবো!!

বিস্ময়ের সাথেই থাকুন।

Talk Doctor Online in Bissoy App