Call

গালে ঘসা খাওয়ার পর সে স্থানে কালো দাগ পড়ে যায়। যেটা অনেক সময় দীর্ঘদিন ধরে থাকে, কারো কারো ক্ষেত্রে উঠে যায় আবার কারো কারো ক্ষেত্রে উঠে না। ক্ষত না শুকানো পর্যন্ত স্পর্ট উঠানোর জন্য কোন ক্রিম ব্যাবহার করা যাবে না৷ যদি আপনার গালের ক্ষত শুকিয়ে যায় তাহলে এপনার এলাকার নিটক তম হাসপাতালের আউট ডোরে টিকিত কেটে ডাক্তার দেখিয়ে নিন। গালের অবস্থা দেখে ডাক্তার স্পর্ট রিমুভ ক্রিম লিখে দিবেন সেটা ব্যাবহার করলে ঠিক হয় যাব। 

বিঃদ্রঃ বাজারে অনেক আকর্ষণীয় স্পর্ট রিমুভাল ক্রিম পাওয়া যায়। অনেক ক্রিম আবার ৭ দিনের মধ্যে কাজ করে। ভূলেও এই ক্রিম গুলা ব্যাবহার করবেন না। এতে ক্ষতি বেশি হবে।            

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ