DreamAchive

Call

যেসব বন্ধুরা আপনাকে ছোট করে ,আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করে, বা তার কোনো দোষ থাকলেও তাকে তা ধরিয়ে না দিয়ে বা তাকে সংশোধনের সুযোগ না দিয়ে বরং আরও অপমান বা মজা করা, বা হাসি ঠাট্রা করে তারা প্রকৃত বন্ধু নয় ।। আপনি ওদের কে একটু এড়িয়ে চলুন ।। ওদের সাথে কথা বন্ধ করবেন না বা এদের সাথে খারাপ ব্যবহারও করবেন না। কিন্তু ওদের সাথে আড্ডা দেওয়া বা কোনো কিছু শেয়ার করা বন্ধ করে দিন। ওদের থেকে নিজেকে দূরে রাখবেন।। ভালো বন্ধুদের সাথে চলাফেরা করুন না থাকলে এখন থেকে ভালো ব্যক্তি যারা তাদের সাথে চলাফেরা করুন ।যারা অন্যকে সম্মান করে , অন্যকে সহযোগিতা করে, ভুল হলে তা সংশোধনের জন্য বলবে। এই ধরনের ব্যক্তিদের সাথে বন্ধুত্ত্ব করুন। আপনি সম্মানিত হবেন আর ভালো ব্যক্তিদের সাথে বন্ধুত্ত্ব করলে ভালো কিছুই শিখবেন৷ আমি তার একটি বড় উদাহরণ ভাই৷ আলহামদুলিল্লাহ আমি এখন ভালো ব্যক্তিদের সাথে চলি আর খুব ভালো আছি।। তাদেরকে আমি খুব সম্মান করি তারাও আমাকে খুব সম্মান করে ৷আর যারা আমাকে নিয়ে মজা করত, হাসি ঠাট্রা করত তাদের সাথে এমনি যোগাযোগ আছে কিন্তু ওদের সাথে আগের মত আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া বা কোনো কিছু শেয়ার একদমি করি না৷ তারা আমার পরিবর্তন দেখে নিজেরা খুব লজ্জিত।।  


আশা করি বুঝতে পেরেছেন ।


ধন্যবাদ,,, 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ