আমার মোবাইলের Display এর লেখাগুলো কেমন জানি ছোট ছোট ব্যাকা তেরা হয়ে গেছে। এখন কি ভাবে ঠিক করবো? এক কথায় ডিজাইন হয়ে গেছে
Share with your friends
Call

আসলে বিভিন্ন স্মার্টফোনের সিটিংস সিস্টেম বিভিন্ন হয়ে থাকে।এক্ষেত্রে আপনার স্মার্টফোনের নামটি উল্লেখ করলে আপনার সমস্যাটির সমাধান সঠিকভাবে দেয়া যেত।আচ্ছা যাই হোক,আপনার যে স্মার্টফোনই হোক না কেন,প্রথমে আপনার স্মার্টফোনের সিটিংসে যান,তারপর Display নামের অপশনটিতে ক্লিক করুন এরপর সেখানে font নামে কোনো অপশন থাকলে সেখানে গিয়ে সেখানে দেখবেন ডিসপ্লের লেখাগুলো ছোট বড় করার এবং লেখার ধরণ পরিবর্তনের সিস্টেম আছে।সেখানে Default অপশনে OK করে উপরের দিকে Done অপশনে OK করে সিটিংসটি ঠিক করে নিন(এটি স্যামসাং স্মার্টফোনের পদ্ধতিতে)।অতঃপর দেখবেন ডিসপ্লে সব লেখাগুলো সাধারণ লেখার মতো হয়ে যাবে।

Talk Doctor Online in Bissoy App