Call

৮০ ভাগ প্রশ্নের উত্তর আসেনা এটা আপনার বক্তব্য, কিন্তু আমাদের ডাটাবেজ বলছে ভিন্ন কথা, গত ৩ মাসে করা ৭১৩৭ টি প্রশ্নের মধ্যে ৫৫২৫ টিতেই উত্তর এসেছে-




Talk Doctor Online in Bissoy App
Waruf

Call

এ বিষয় নিয়া বেশ পোস্ট হয়েছে। বিশেষজ্ঞ প্যানেলেও  মাঝে মাঝে কথা হয়। কি কারনে উত্তর কমে গেছে তাতো বোঝা যাচ্ছেনা। তবে আনুমানিক কিছু কারনের মধ্যে আমার কাছে মনে হয় এখন আগের মত জ্ঞান মূলক প্রশ্নই হয় কম।  বেশির ভাগ দেখা যায় বিকাশে পেমেন্ট, মোবাইল দিয়া ইনকামের প্রশ্ন। জ্ঞানীগন এসব দেখে বিরক্ত হোন। কেননা বিকাশ একটি লোকাল মানি ট্রান্সফার সিস্টেম। আমাদের দেশে ইনকামিং সাইট না থাকায় বিকাশে পেমেন্ট আসলে হয়না। আর অনেক বড় বড় অভিজ্ঞ কম্পিউটার দক্ষ মানুষও অনলাইন ইনকামে ব্যার্থ। এ দুনিয়ায় কেউ কাউকে ফাউ টাকা দেবার হোটেল খোলেনি। টাকা ইনকাম যদি এতই সহজ হত তবে সবাই ধার দেনা করে  ১৫ হাজার টাকা দিয়া পিসি কিনে ইনকাম করে সচ্ছলতা অর্জন করত। কিন্তু বাস্তবে নাই কারন কঠিন। আর কিছু মানুষ নেশায় পড়ে ফোন কিনে দুদিন পর খোজে মোবাইল দিয়া ইনকাম। দেখলেই জ্ঞানীগন আগ্রহ হারিয়ে ফেলে। হ্যা কিছু বিজ্ঞাপন চটক প্রচার আছে। ভিডিও দেখে, ক্লিক করে, রেফারেল করে ইনকামের কিছু ধান্দা আছে। কিন্তু তা বাস্তবে পকেটে টাকা আনার মত ইনকাম নয়। ব্যালেন্সে দেখবেন আর হুজুগে ঝাপিয়ে পড়বেন। আমরা এসব ফাউ উত্তর দিয়া মানুষের সময় ব্যায় করাই না।

আবার অনেক প্রশ্ন আছে, প্রশ্ন কারী যে কি জানতে চান সেটাই বলতে পারেনা। কেউ আবার মোটা হবার উপায় চান। এখানে উপদেশ ব্যতিত মেডিকেল চিকিতসা দেয়া সম্ভব নয়। কারন ক্ষতি আছে। আর উপদেশ কেউ  শোনেনা। আবার অনেকেই নিজে অর্ধেক কাজ সেরে ফল পাবে কিনা সেটা শোনে। যেমন রসুন, কাচা ছোলা, কালাজিরা প্রতিদিন খাই। কি উপকার পাবো? এসব দেখলেই প্রশ্ন জাগে, আমরা খেতে বলেছি এসব? কাজেই ভাল প্রশ্নের উত্তর দেয়ার মানসিকতা নষ্ট হয়ে যায়।  আবার সাইটের পছন্দ অপছন্দ নিয়া কথা হয়। যদিও তার সমাধান চলে আসছে। নতুন ডিজাইনের সুন্দর এপস এসে গেছে। কাজেই অনেকেই আবার সক্রিয় হবেন। সে আশা করি। তবে আপনাদের কাছে অনুরোধ, আপনার জ্ঞানমূলক প্রশ্ন করুন। প্রয়োজনীয় সমস্যাটি তুলে ধরুন। অযথা নিম্ন মানের প্রশ্ন না করাই ভাল ।  এছাড়া বহু প্রশ্নতে সমস্যার ব্যাখ্যা দেওয়া হয়না। সেগুলো অনুত্তর থাকে। তাই সমস্যার পেছনে ব্যাখ্যাটি দিন 

Talk Doctor Online in Bissoy App
MR Hossain

Call

কারণ আগে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ছিল যারা নির্দিষ্ট বিষয়ের ভালো ভালো উত্তর দিত। কিনতু নতুন ভার্সন আসার পর তাদের একদমই দেখা যায় না।এসব মেধাবী সদস্যরা আবার ফিরে এলে উত্তর দেওয়ার হার বেড়ে যেত।

Talk Doctor Online in Bissoy App