Waruf

Call

যাহারা চাকরীর জন্য পড়াশুনা করেন তাদের সাধারন বিজ্ঞান বিভাগে একটি কমন প্রশ্ন চোখে পড়বে যে ফ্যান ধীরে ধীরে ঘুরলে বিদ্যুত খরচ কেমন? উত্তর একই হয়। এটিকে অনেকেই শক্ত রেফারেন্স হিসাবে তুলে ধরেন।

কিন্তু না। বর্তমানে আর এটি সঠিক নয়। আগে এক ধরনের থার্মাল রেজিস্টেন্স রেগুলেটর ছিল। উত্তরটি সেই রেগুলেটরের ক্ষেত্রে প্রজোয্য। বর্তমানে এই উত্তর টেবিল ফ্যানের ক্ষেত্রেও প্রজোয্য। টেবিল ফ্যানে চার বাটনের তিনটা চেপে কমানো বাড়ানো যায়। কিন্তু স্পিড বারুক বা কমুক বিদ্যুত একই খরচ হয়। 

কিন্তু বর্তমানে বাজারে যে ইলেক্ট্রনিক রেগুলেটর পাওয়া যায় সেটি ব্যবহার করে স্পিড কমালে বিদ্যুত খরচও কম হয়। কারন এই রেগুলেটর ট্রায়াক নামে এক ধরনে বিদ্যুত নিয়ন্ত্রক ট্রানজিস্টর দ্বারা বিদ্যুতের ভোল্ট ও প্রবাহ উভয়কে কমিয়ে ফ্যানে প্রদান করা হয় যেকারনে আস্তে ঘোরে আর খরচও কমে 

তবে আগের থার্মাল রেগুলেটরে খরচ একই থাকার কারন হচ্ছে ফ্যানের স্পিড কমলেও যে বিদ্যুত কমার কথা সেটি তাপীয় রুপান্তরের ফলে অপচয় হয়ে ঠিকই বিদ্যুত ব্যায় হয়ে যেত। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ভাই, আগে নিজে জেনে তারপর উত্তর দিবেন । সমান বিল ওঠবেনা । রেগুলেটর দিয়ে ভোল্টেজ কমানো বাড়ানো হয় তাই ভোল্টেজ কমালে বিদ্যুৎও সাশ্রয় হবে । বিলও কম আসবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Amir20

Call

বর্তমানে যে রেগুলেটর গুলো ব্যাবহার করা হয়, এগুলো ব্যাবহারে ফ্যান আস্তে ঘুরলে বিদ্যুৎ বিল কম আসবে। আর আগের যেই বড় রেগুলেটরগুলো ছিলো, এগুলো ব্যাবহারে, ফ্যান আস্তে বা জোরে, যেভাবেই ঘুরুক না কেন, বিদ্যুৎ বিল একই আসতো।   

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বিল কম আসবে যদি আপনি ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহার করেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ