কাউকে উচিত শিক্ষা দেয়ার ক্ষমতা আল্লাহ মানুষকে দেননি। অর্থাৎ, আপনি কাউকে উচিত শিক্ষা দিলেও সে সেটা নাও বুঝতে পারে। আপনার কর্তব্য হল, তাকে ভাল কাজের আদেশ দেয়া এবং নিজে সে ভাল কাজ করে উদাহরণ সৃষ্টি করা । অনেক সময় এতেই মানুষ উচিত শিক্ষা পেয়ে যায়। একবার এক ইহুদি মেহমান রাতে আমাদের নবীর বিছানায় মলত্যাগ করে পলায়ন করেন। কিন্তু আমাদের নবী (সা) ব্যাপারটাকে ইতিবাচকভাবে চিন্তা করলেন। তিনি ভাবলেন বোধ হয় লোকটার রাতে কোন সমস্যা হয়েছিল। তাই তিনি খারাপ কিছু না মনে করে বিছানা পরিষ্কার করতে লাগলেন। এমন সময় ইহুদি লোকটা ফিরে এলেন তার ভুলে ফেলে যাওয়া তরবারিটা নিয়ে যেতে এবং এ দৃশ্য দেখে অভিভূত হয়ে গেলেনে এবং অনুতপ্ত হলেন। কারণ তিনি আসলে আমাদের নবীকে কষ্ট দেয়ার জন্যই অমনটা করেছিলেন। (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
আপনার বন্ধু যেমনই হোক না কেন তাকে উচিৎ শিক্ষা দেওয়া ঠিক হবে না । উচিৎ শিক্ষা দেওয়ার ক্ষমতা মানুষের নেই । সব মানুষই কোনভাবে স্বার্থপর ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ