শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

খুব সহজেই আপনি বিকাশ এপ্স দিয়ে নিজেই বিকাশ একাউন্ট খুলতে পারবেন দেখুন বলছি

  • প্রথমে বিকাশ অ্যাপটি ডাউনলোড করে নিন।
  • এরপর বিকাশ অ্যাপে ঢুকুন।
  • সেখানে Login/Registration লেখায় ক্লিক করুন।
  • সেখান থেকে New account Registration সিলেক্ট করুন।
  • এরপর আপনার যেই নম্বরে বিকাশ খুলবেন সেই নম্বর দিন।
  • আপনার মোবাইল অপারেটর সিলেক্ট করুন।
  • ভাষা সিলেক্ট করুন।
  • Terms and Conditions গুলো পড়ে নিয়ে I agree তে ক্লিক করুন।
  • এরপর আপনাকে আপনার আইডি কার্ড আপলোড করতে হবে। প্রথমে আইডি কার্ডের সামনে পেজ এরপর পিছনের পেজ আপলোড করুন। 
  • সেলফি স্টাইলে আপনার ফটো তুলুন। কোন ক্লিক করতে হবেনা। ফটোটি অটোমেটিক স্ক্যান হয়ে যাবে।শুধু কয়েকবার চোখের পলক ফেলবেন।
  • এভাবে পরবর্তী ধাপগুলো শেষ করুন।
  • আপনার একাউন্ট খোলা অর্ধেক শেষ।

 এবার বিকাশ একাউন্ট খোলার পরবর্তী ধাপ:

আপনার বিকাশ একাউন্ট খোলা প্রায় শেষ পর্যায়ে। এরপর আপনাকে বিকাশের পিন কোড সেট করতে হবে। আর বোনাস পাওয়ার জন্য লগিন করতে হবে। পরবর্তী করণীয়গুলো নিচে দেওয়া হলোঃ

  • *247# ডায়াল করুন
  • Active manu pin অপশন দেখবেন। 1 লিখে রিপ্লাই দিন।
  • এরপর আপনার বিকাশ একাউন্টের জন্য নতুন ৫ ডিজিটের পিন নম্বর দিন।
  • পিন নম্বরটি কনফার্ম করার জন্য পুনরায় দিন।
  • ওকে দিলে আপনার বিকাশ একাউন্ট খোলা শেষ হবে
  • এরপর বিকাশ এপে গিয়ে লগিন করুন।
  • লগিন করার  পর ৭২ ঘন্টার মধ্যে বর্তমানে ২৫ টাকা বোনাস পাবেন। (আগে ১০০ ছিলো পরে ২০০ ছিলো এখন ২৫ টাকা মাত্র) 

আশা করি বুঝতে পারছেন 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ