bissoyjoy

Call

তিন টি সহজ ধাপ অনুসরন করে পাসওয়ার্ড বা পিন রিসেট করা যায়ঃ ১। 16247 নম্বরে কল করুন ২। কাস্টমার সার্ভিস প্রতিনিধিকে কিছু তথ্য দিয়ে আপনার বিকাশ ওয়ালেট- এর মালিকানা প্রমান করুন ৩। পিন রিসেট-এর এসএমএস পাওয়ার পর *২৪৭# ডায়াল করে নিজের পিন রিসেট করুন আপনার পিন রিসেট-এর জন্য সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত যেকোনো সময় অনুগ্রহ করে বিকাশ হেল্পলাইন নম্বর 16247এ যোগাযোগ করুন। বিকাশ কাস্টমার সেন্টারের ঠিকানা জানতে ভিজিট করুনঃ www.bkash.com/bn/support/ যেহেতু, যে আইডি কার্ড দিয়ে বিকাশ খোলা হয়েছে, সেটি জিবীত নেই,, তাই আপনাকে, 16247 এ কল করে সমাধান নিতে হব,,,,,, ধন্যবাদ,!

Talk Doctor Online in Bissoy App
Shawn

Call

অাপনি বিকাশ কাস্টমার কেয়ার টিমের সাথে সরাসরি যোগাযোগ  করুন। তারাই অাপনাকে সাহায্য করবে।


Talk Doctor Online in Bissoy App
Call

16247 এই নাম্বারে বিকাশ কাস্টমার কেয়ারে কল দিয়ে আপনার বাবার এন আই ডি কার্ডের নাম্বার বললে তারা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট  করার জন্য একটি মেসেজ পাঠাবেন। আর তা না হলে আপনার বাবার মৃত্যু সনদ নিয়ে বিকাশ কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন তাহলেই সমাধান হয়ে যাবে।

Talk Doctor Online in Bissoy App

[email protected] এই এড্রেসে সমস্যাটি ইমেইল করুন এবং পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন। 


বি. দ্র. আপনার যে সকল তথ্য প্রয়োজন হতে পারে:-

১. NID card no. (যেটি দিয়ে একাউন্ট খুলেছেন)

২. আপনার নাম

৩. পিতার নাম

৪. আপনার জন্ম তারিখ

৫. একটি আউটগোয়িং লেনদেনের ধরণ ও পরিমাণ

৬. একটি ইনকামিং লেনদেনের ধরণ ও পরিমাণ ইত্যাদি।


সকল তথ্য সঠিক হলে বিকাশ আপনার সাথে যোগাযোগ করে আপনার পিনটি রিসেটের ব্যবস্থা করবে।

Talk Doctor Online in Bissoy App