শেয়ার করুন বন্ধুর সাথে
Call

যে চার আমল নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযানে বেশি বেশি করতে বলেছেনঃ তোমরা এই মাসে (অর্থাৎ রমযান মাসে) চারটি কাজ বেশী বেশী করতে থাকো। (তন্মধ্য হতে) দুটি কাজ এমন, যে গুলো দ্বারা তোমরা তোমাদের প্রতিপালককে সন্তুষ্ট করবে। আর দুটি কাজ এমন, যা না করে তোমাদের কোনো উপায় নেই। প্রথম দুটি কাজ যেগুলো দ্বারা তোমরা তোমাদের প্রতিপালক কে সন্তুষ্ট করবে তা হলো, ১. অধিক পরিমাণ কালিমায়ে তায়্যিবা পড়বে এবং ২.ইস্তেগফার করবে। আর যে দুটি কাজ তোমাদের না করে উপায় নেই তা হল, ১.আল্লাহর তা'আলার নিকট জান্নাত চাইবে এবং ২.জাহান্নাম হতে মুক্তি চাইবে। সহীহ ইবনে খুজাইমা-৩/১৮৮৭ আসুন আমরা এই ৪ টি কাজ এ বেশি মনোযোগী হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ